ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে ইয়ামিন হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ১ জুন (বুধবার) দুপুরে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ওয়াবদার খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ইয়ামিন হোসেন উপজেলার মন্ডতোষ ইউনিয়ন পরিষদের মল্লিক চক গ্রামের আলামিনের ছেলে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার মল্লিক চক থেকে তারা দুই ভাইবোন খালুর বাড়িতে বেড়াতে আসে। বেড়াতে এসে পার-ভাঙ্গুড়া ওয়াবদায় আম কুড়াতে গিয়ে দুই ভাইবোন এক সঙ্গে পানিতে পড়ে যায়। এলাকাবাসী দুপুর দেড় টার দিকে ইয়ামিন ও তার বোন প্রভাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। উদ্ধারের পর প্রভা সুস্থ হলেও ইয়ামিনের অবস্থার অবনতি হলে তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত: ঘোষণা করেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. ফয়সাল বিন আহসান বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।