পাবনা (জেলা) প্রতিনিধি
“একটাই পৃথিবী’ প্রকৃতির ঐকতানে টেকসই জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় বিশ্ব পরিবেশ দিবস পালন হয়েছে। রবিবার (৫ জুন) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে পাবনা জেলা প্রাশাসন চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রাশাসকের সেমিনার হল রুমের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রাশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকতা কাজী আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক) আফরোজ আক্তার, পরিবেশ অধিদপ্তর নির্বাহী কর্মকতা নাজমুল হোসেন, জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আব্দুল আল-মামুন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, পৃথিবী ঢাল হিসেবে কাজ করে গাছ। তাই প্রতিনিয়ত গাছ লাগাতে হবে এবং গাছের পরিচর্যা করতে হবে। আমাদের পরিবেশের চারপাশ পরিষ্কার রাখতে হবে। তাহলেই আমাদের জীবন মান উন্নত হবে। দেশের উন্মুক্ত জলাশয় গুলো রক্ষা করতে হবে, নদীতে ময়লা আবর্জনা ফেলা যাবে না। নদীকে বাঁচাতে হবে। বাঁচাতে হবে পৃথিবী।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।