বিনোদন নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা
বিচ্ছেদ হতে যাচ্ছে পিক ও শাকিরার। ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত পপ তারকা শাকিরা কিছুদিন আগেও হিট গান উপহার দিয়েছেন। তবে এবার ভক্ত-অনুরাগীদের দুঃসংবাদ দিলেন তিনি। বার্সেলোনার ডিফেন্ডার জেরার্দ পিকের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই কলম্বিয়ান গায়িকা। সাম্প্রতিক সময়ে ‘তে ফেলিসিতো’ শিরোনামের একটি গান প্রকাশ হয় শাকিরার। সেই গানের প্রতিটি বাক্যে প্রেমিকের ওপর তার অভিমান প্রকাশ পেয়েছে। অভিমান প্রকাশের পর প্রিয় মানুষের সঙ্গে বিচ্ছেদ ঘটালেন গায়িকা।
গত, শনিবার (৪ জুন) স্পেনের স্পোর্টসভিত্তিক সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে- গায়িকা শাকিরা ও পিকে এক বিবৃতিতে জানিয়েছেন, আমাদের আলাদা হওয়ার খবর প্রকাশের জন্য আমরা দুঃখিত। ২০১০ সালের বিশ্বকাপ আসরে গান গাইতে গিয়ে পিকের সঙ্গে পরিচয় হয় শাকিরার। এরপর তারা একসঙ্গে এক যুগ বসবাস করেন। তাদের দুটি সন্তানও রয়েছে। কিন্তু পিকের প্রতি অবিশ্বস্ততার জন্য দীর্ঘ দিনের এই সম্পর্ক থেকে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন কলম্বিয়ান গায়িকা।
এদিকে বিচ্ছেদের পর শাকিরাকে একটি অ্যাম্বুলেন্সে দেখা যাওয়ার পর বেশ কিছু সংবাদ ছড়িয়ে পড়ে। এ বিষয়ে মন্তব্য করেছেন তিনি। জানিয়েছেন, ভাগ্যক্রমে গুরুতর কিছু ঘটেনি। তবে তার বাবা অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল এবং তিনি সঙ্গে ছিলেন বলে জানিয়েছেন।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।