স্পোর্টস নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা
ফ্রেঞ্চ ওপেনে নারী এককের শিরোপা পুনরুদ্ধার করলেন ইগা স্ফিয়নতেক। ফাইনালে আমেরিকান টিনেজার কোকো গফকে সরাসরি সেটে হারিয়েছেন এ পোলিশ তারকা। এ জয়ের সঙ্গে টানা ৩৫ ম্যাচ জিতে ভেনাস উইলিয়ামসের রেকর্ড স্পর্শ করলেন স্ফিয়নতেক। হারানো সাম্রাজ্য ফিরে পাবার আনন্দ, দুই বছর আগে ক্লে কোর্টে চমক দেখিয়েছিলেন ইগা স্ফিয়ন্তেক। তবে পরের আসরেই ছন্দপতন। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিলো। তবে এ পোলিশ তারকা প্রমাণ করেছেন তিনি এক আসরের চমক নন বরং লম্বা রেসের ঘোড়া। তাই তো ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যামের স্বাদ পেলেন প্রথমের মঞ্চে।
জয়টা এতো সহজে আসবে তা কে ভেবেছিলো? হতে পারে প্রতিপক্ষ কোকো গফের প্রথম গ্র্যান্ডস্ল্যাম ফাইনাল। হতে পারে মাত্র ১৮ বছরের এ আমেরিকান টিনেজার অভিজ্ঞতায় অনেক পিছিয়ে। তবে ফাইনাল মানেই তো দুই সেরার লড়াই। সেখানে রোলা গাঁরোর সব রোমাঞ্চ একাই টেনে নেন ইগা স্ফিয়নতেক। এ পোলিশ তারকার সামনে পাত্তাই পাননি কোকো গফ। প্রথম সেট ৬-১ এর পর, পরেরটি ৬-৩ গেমে জিতে নেন স্ফিয়নতেক।
পোল্যান্ডের টেনিস খেলোয়াড় ইগা স্ফিয়নতেক বলেন, দুই বছর আগে যখন আমি এই ট্রফি জিতেছিলাম তা অপ্রত্যাশিত ছিলো। এবার আমি খুবই পরিশ্রম করেছি। অনেক বেশি চাপ ছিলো। তবে শেষ পর্যন্ত আমি সফল হয়েছি।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।