স্পোর্ট প্রতিবেদক
আর্জেন্টিনার লিওনেল মেসির অবিশ্বাস্য ফুটবল নৈপুণ্যে পুচকে এস্তোনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে নিজেদের টানা অপরাজেয় যাত্রাকে ৩২ থেকে ৩৩ এ উন্নতি করলো আগের ম্যাচেই ইতালিকে হারিয়ে “ফিনালিসিমা” শিরোপা জয়ী দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ স্পেনের ওসাসুনার এল সাল ভাদর স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রীতি ম্যাচে প্রথমবারের মতো মুখোমুখি হয় আর্জেন্টিনা এবং এস্তোনিয়া। যেখানে লিওনেল মেসির জাদুকরী ফুটবলে অসহায় আত্মসমর্পণ করে এস্তোনিয়া।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।