নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা
জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশন (বাজেট সেশন ২০২২) এর প্যানেল স্পিকার নির্বাচিত হয়েছেন। রবিবার (৫ জুন) বিকাল ৫টায় একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশনের শুরুতেই স্পিকার কার্যপ্রণালী বিধির ১২(১) অনুযায়ী বাজেট অধিবেশন পরিচালনার জন্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি কে প্যানেল স্পিকার নিযুক্ত করেন।
মুজিবুল হক চুন্নু প্যানেল স্পিকার নির্বাচিত হওয়ায় তার নির্বাচনী এলাকাসহ নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।এর আগে বিভিন্ন সময়ে তিনি ভূমি উপমন্ত্রী,যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী,শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কার্যপ্রণালী বিধি অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনায় প্যানেল স্পিকারদের মধ্য থেকে অগ্রবর্তীতা অনুসারে যিনি উপস্থিত থাকবেন তিনি সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন।
স্পিকার মনোনীত অন্যান্য প্যানেল সভাপতিরা হলেন- শামসুল হক টুকু, এ বি তাজুল ইসলাম, মুহিবুর রহমান মানিক এবং শামীমা আক্তার খানম। স্পিকার মনোনীত প্যানেল সভাপতি শামসুল হক টুকু নির্বাচিত হওয়ায় পাবনায় আনন্দের জোয়ার বইছে। এডভোকেট শামসুল হক টুকুকে শুভকামনা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।