চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টয়লেটে পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে গিয়ে কামরুল হক (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ মে) সকালে নিজ বাড়ির টয়লেটে পড়ে তার মৃত্যু হয়। কামরুল হক উপজেলার চককীর্তি ইউনিয়নের লহালামারী গ্রামের আবুল হোসেনের ছেলে।
চককীর্তি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য শামীম রেজা বলেন, ‘সকালে কামরুল হক প্রকৃতির ডাকে তার বাড়ির টয়লেটে যান। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি টয়লেটের ভেতর পড়ে যায়। ফোনটি উঠাতে চেষ্টা করলে ট্যাঙ্কের ভেতর পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বাড়ির অন্য সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।’
চককীর্তি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিয়া জাগো নিউজকে বলেন, ‘সকালে যুবকের মৃত্যু হয়েছে। পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে।’
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জাগো নিউজকে বলেন, যুবকের মৃত্যুর বিষয়টি ইউপি চেয়ারম্যান জানিয়েছেন। মরদেহ দাফনের পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে।’
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।