ঠান্টু আলম,ভাঙ্গুড়া প্রতিনিধি:
প্রতি বছরের ন্যায় এ বছরও ভাঙ্গুড়া উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল এর এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল উদযাপন করা হয়।গত ৯ জুন ২০২২ ইং তারিখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব আলহাজ্ব মোঃ মকবুল হোসেন, মাননীয় সংসদ সদস্য-৭০, পাবনা-০৩ এবং সভাপতিত্ব করেন জনাব মোঃ নাহিদ হাসান খাঁন, উপজেলা কমকর্তা,ভাঙ্গুড়া, পাবনা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব বাকি বিল্লাহ, উপজেলা মেয়র জনাব মোঃ গোলাম হাসনাইন রাসেল, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ সাইফুল আলম এবং ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ গোলাম ফারুক (টুকুন)। এছাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও আমন্ত্রিত শিক্ষানুরাগী অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে জ্ঞানগর্ভ আলোচনা রাখেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোস্তফা স্যার ও তাঁর সহধর্মিণী জনাবা মমতাজ ম্যাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে খ্যাত সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল হাকিম বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আব্দুল মতিন এবং দোয়া পরিচালনা করেছেন সহকারী শিক্ষক জনাব মুহাম্মদ জয়নুল আবেদীন।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।