ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) বীর মুক্তিযোদ্ধা এম. হোসেন আলী অডিটোরিয়াম কাম-কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান’র সভাপতিত্বে উপজেলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন, আলহাজ্ব মো. মকবুল হোসেন মাননীয় সংসদ সদস্য-৭০ পাবনা-৩ ও সভাপতি ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। উক্ত উপজেলা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি পাবনার জেলা কমান্ড্যান্ট মজিবুল হক, আনসার ও ভিডিপি পাবনার সহকারী জেলা কমান্ড্যান্ট শাহ্-আলম, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক চাটমোহর শাখার ব্যবস্থাপক আবু সামা।
ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন (বি.এ)’র সঞ্চালনায় ও উপজেলা প্রশিক্ষক সামিউল ইসলামের রিপোর্টের মাধ্যমে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল। এসময় উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সর্বমোট ২’শ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন। সমাবেশে সাফল্য অর্জনকারীদের মাঝে বাইসাইকেলসহ পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া উপজেলা প্রশিক্ষিকা মোছা. খায়রুন্নাহার খুশি, উপজেলা সহকারী আনসার প্লাটুন কমান্ডার ওমর ফারুক, ভাঙ্গুড়া ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার আলতাব হোসেন, সহকারী ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার জাহাঙ্গীর আলম, মন্ডতোষ ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার আমিনুর ইসলাম, সহকারি ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার জয়নাল আবেদীন, খানমরিচ ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার জাকারিয়া ইসলাম, দিলপাশার ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার আনোয়ার হোসেন, সহকারী ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার জিলহজ্ব আলী, অষ্টমনিষা ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার হাসিনুর রহমান, সহকারী ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার হাফিজুর রহমান, ভাঙ্গুড়া ইউনিয়ন ভিডিপি দলনেতা জিল্লুর রহমান, ভাঙ্গুড়া পৌরসভার ১নং ওয়ার্ড দলনেতা সেলিম রেজা, ভাঙ্গুড়া পৌরসভার ২নং ওয়ার্ড দলনেতা আব্দুস সালাম নূর, ভাঙ্গুড়া পৌরসভার ৬নং ওয়ার্ড দলনেতা মো. সেলিমসহ বিভিন্ন ইউনিয়নের দলনেতা-দলনেত্রী পৌরসভার ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার ও উপজেলায় আগত ভিডিপি সদস্য সদস্যরা।
ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় কর্তৃক আয়োজিত উপজেলা সমাবেশ-২০২২ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্য-সদস্যা কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।