ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) বেলা সাড়ে এগারোটার দিকে ভাঙ্গুড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং ভেড়ামারা সিআইজি’র সহযোগিতায় খরিপ-১/২০২১-২০২২ মৌসুমে এন.এ. টিপি-২ প্রকল্পের আওতায় কমিউনিটি বীজ উৎপাদন (বারি মুগ-৮) প্রদর্শনীর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক। কৃষক সোলাইমান সরকারের সভাপতিত্বে এবং উপ-সহকারি কৃষি কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মণের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সোবাহান আলী, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিকাশ কুমার চন্দ্র চন্দ, সাধারণ সম্পাদক ময়নুল হক, কৃষক আব্দুল করিম প্রমুখ। স্থানীয় কৃষক আব্দুর রহিমের বাড়ির আঙিনায় অনুষ্ঠিত মাঠ দিবসে সর্বমোট ৫০জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।