আন্তর্জাতিক নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা
না ফেরার দেশে সাবেক মিস ব্রাজিল গ্লেসি। মস্তিষ্কে রক্তক্ষরণ ও হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়েছে। মাত্র ২৭ বছর বয়সেই পৃথিবী ভ্রমণ শেষ হলো তার। জানা গেছে, টনসিলের অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন গ্লেসি। অস্ত্রোপচারের পরই তার রক্তক্ষরণ শুরু হয়।
গত ৪ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হন। তখন থেকেই কোমায় চলে যান। গত দুই মাস ধরে কোমায় ছিলেন তিনি। অবশেষে গত সোমবার (২০ জুন) মারা যান গ্লেসি। মঙ্গলবার (২১ জুন) তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।প্রসঙ্গত, ২০১৮ সালে মিস ব্রাজিল শিরোপা জেতেন গ্লেসি কোরিয়া। পেশাদার মডেল ও বিউটিশিয়ান হিসেবে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। না ফেরার দেশে সাবেক মিস ব্রাজিল গ্লেসি চলে যাওয়ায় শোকাহত পরিবারসহ ব্রাজিলের জনগণ।
সোমবার (২০ জুন) মারা যাওয়া গ্লেসি’র মৃত্যুতে ব্রাজিলের মতো শোকাহত বাংলাদেশের অনেক ব্রাজিল সাপোর্টার। পাবনার ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়া মহল্লার ইসমাইল খাঁ আল-কাদেরীর ছোট পুত্র ইঞ্জিনিয়ার মেহেদী হাসান আল-কাদেরী শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করেছেন। তিনি বলেন, ব্রাজিল ফুটবলকে ভালবাসি এর পাশাপাশি ব্রাজিলের সকল জনণকেও সমান ভালোবাসেন বলেও জানান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান আল-কাদেরী।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।