মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
যশোরের অভয়নগরে ধোপাদীতে খুলনা বিভাগের সর্ববৃহৎ ৪ দিন ব্যাপি তাফসিরুল কোরআন মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টার সময় ধোপাদী কেন্দ্রীয় মসজিদে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ ্সময় ক্বারী মোজাফফার সরদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল লতিফ মোল্যা, মশিয়ার রহমান মশি, ইসমাইল হোসেন, সাবেক কাউন্সিলর জাকির হোসেন, নজরুল ইসলাম সরদার, রবিউল ইসলাম লুলু, ধোপাদী নুরানী মাদ্রাসার মোহতামিম আব্দুর রব, মহিলা মাদ্রাসার মোহতামিম মাও. দেলোয়ার হোসেন, হাফেজ ইব্রাহিম, হাফেজ আবু সাইদসহ ২৭ টি মসজিদের ইমাম ,মোয়াজ্জিম ও কমিটির নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। জানা যায়, ধোপাদী ,পোড়াবাড়ি,সবুজবাগ এর উদ্যোগে ধোপাদীতে খুলনা বিভাগের সর্ববৃহৎ ৪ দিন ব্যাপি তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। আগামী মার্চে ১,২,৩,৪ তারিখে। এ তাফসিরুল কোরআন মাহফিলে বাংলাদেশ ও ভারতের বক্তারা তাফসির করবেন।