হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু - www.dainikchalonbilerkotha.com
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু

নিউজ ডেস্ক
  • আপডেটের সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৪৮ সময় দেখুন,
শেয়ার করুন

নিউজ ডেস্ক

দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে প্রায় ৮ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ভারত থেকে কাঁচা মরিচ বোঝাই একটি মিনি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়। প্রতি মেট্রিক টন কাঁচা মরিচ ৫০০ ডলারে শুল্কায়ন হবে। প্রথম দিন দুই ট্রাকে ৯ টন ৮৪৮ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে।

ভারতের শিলিগুড়ি থেকে এনপি ট্রেড ইন্টারন্যাশনাল ও সততা বাণিজ্যালয় নামের দুটো আমদানিকারক প্রতিষ্ঠান এসব কাঁচা মরিচ আমদানি করছে। সর্বশেষ গত বছরের ১৪ নভেম্বর কাঁচা মরিচ আমদানি হয়েছিলো এই বন্দর দিয়ে।

কাঁচা মরিচ আমদানিকারক বাবলুর রহমান বলেন, সরবরাহ সংকট ও দেশের বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় আমদানি শুরু হয়েছে। বেশি পরিমাণ আমদানি হলে দেশের বাজারে দ্রুত দাম কমে আসবে। প্রথম দিন বন্দরে তেমন ক্রেতা না থাকায় নিজ চালানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এসব কাঁচা মরিচ পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST