"কোনো ভাষা নেই" — ইন্টার মায়ামির হয়ে ইতিহাস গড়ছেন লিওনেল মেসি! 🐐 - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
"কোনো ভাষা নেই" — ইন্টার মায়ামির হয়ে ইতিহাস গড়ছেন লিওনেল মেসি! 🐐 - www.dainikchalonbilerkotha.com
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

“কোনো ভাষা নেই” — ইন্টার মায়ামির হয়ে ইতিহাস গড়ছেন লিওনেল মেসি! 🐐

দৈনিক চলনবিলের কথা | খেলাধুলা ডেস্ক
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩৭ সময় দেখুন,
শেয়ার করুন

There are no words” — এমনই মন্তব্য করেছেন ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো, যখন কথা হচ্ছিল লিওনেল মেসির রেকর্ড গড়া পারফরম্যান্স নিয়ে। সত্যিই তো, কোথায় থামবেন মেসি? মাঠে তার গোলের উৎসব যেন দিন দিন নতুন মাত্রা নিচ্ছে — কখনো জোড়া গোল, কখনো দূরপাল্লার ফ্রি কিক, আবার কখনো একক ড্রিবলিংয়ে গোলকিপারকে বোকা বানিয়ে চমকে দিচ্ছেন গোটা লিগকে।

🏆 পাঁচ ম্যাচে টানা জোড়া গোল — MLS ইতিহাসে প্রথম

মে মাসে CF Montréal-এর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয় মেসির এই ঐতিহাসিক গোল স্ট্রীক। এরপর Columbus Crew, আবার Montréal, New England Revolution এবং Nashville SC — প্রতিটি ম্যাচেই দুটি করে গোল, যা MLS ইতিহাসে প্রথমবার কেউ করতে পেরেছেন।

🎯 নানা ঢঙে গোল — ফুটবল যেন এক প্রদর্শনী

📌 ফ্রি কিক: Nashville-এর বিপক্ষে নিচের বাঁ কোণায় নিখুঁত শট

📌 ড্রিবলিং গোল: Montréal ম্যাচে হাফলাইন থেকে শুরু করে একের পর এক ডিফেন্ডার কাটিয়ে গোল

📌 ডিঙ্ক ফিনিশ: Columbus ও Montréal ম্যাচে চোখ ধাঁধানো লব

📌 দূরপাল্লার শট: Club World Cup-এ Porto-র বিপক্ষে অবিশ্বাস্য ফ্রি কিক

মেসির গোলসংখ্যা এখন ১৬ ম্যাচে ১৬ গোল ও ৭ অ্যাসিস্ট, যা তাকে ন্যাশভিলের স্যাম স্যারিজের সঙ্গে যৌথভাবে লিগের শীর্ষ গোলদাতা বানিয়েছে।

📈 মায়ামির পয়েন্ট টেবিলের অবস্থা

বর্তমানে ইন্টার মায়ামি Supporters’ Shield টেবিলে ফিলাডেলফিয়ার থেকে ৫ পয়েন্ট পিছিয়ে, তবে মেসিদের হাতে রয়েছে ৩টি ম্যাচ বেশি।
গড় হিসাবে তারা প্রতি ম্যাচে ২ পয়েন্ট করে অর্জন করছে, যা ফিলাডেলফিয়ার ১.৯৫-এর চেয়ে বেশি।
গত ১০ ম্যাচে মায়ামির ফলাফল: ৬ জয়, ২ ড্র, ২ হার — এবং ১৭ মে’র পর থেকে MLS-এ একটিও হারেনি।

🗣️ কোচ মাচেরানোর কণ্ঠে গর্ব

নাশভিলের বিপক্ষে জয়ের পর কোচ হাভিয়ের মাচেরানো বলেন,

> “কোনো ভাষা নেই। সে যেভাবে রেকর্ড ভাঙছে, তা অবিশ্বাস্য। সে আমাদের দলের পথপ্রদর্শক, নেতা। তার মতো অনুপ্রেরণা পাওয়া বিরল।”

 

🔥 থামার কোনো লক্ষণ নেই

এই স্ট্রীকের প্রতিটি মুহূর্ত যেন এক একটি ফুটবল শিক্ষা। ড্রিবল, ফ্রি কিক, গোলসংখ্যা, নেতৃত্ব — সব মিলিয়ে মেসি আবারও প্রমাণ করছেন, বয়স শুধু একটি সংখ্যা।

আর সবচেয়ে বড় কথা:
সে এখনো থামেনি। থামার কোনো লক্ষণও নেই। 💥

📅 প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫।
🌐 সূত্র: দ্য অ্যাথলেটিক, নিউইয়র্ক টাইমস, মেজর লিগ সকার অফিসিয়াল রিপোর্ট

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST