কবিতা ঈদ মোবারক কবি উম্মে কুলসুম মৌ
আর এস আই সাগর
-
আপডেটের সময়:
শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
-
৫৬
সময় দেখুন,

ঈদ মোবারক
কবি উম্মে কুলসুম মৌ
চিকন গড়ন বাঁকা হাসি লাগছে দারুণ আহ্,
ঈদের আমেজে নতুন অঙ্গে চাঁদ মামা বাহ্!
ঈদ মোবারক ঈদ মোবারক সবার মুখে ঝড়,
খুশির ছন্দে দুঃখ হলো পর আজ দুঃখ হলো পর!
ছোটোবেলায় লাফালাফি বড় বেলায় কাজ,
এরই ফাঁকে টিকে থাকে মনের মতো সাজ!
মালিকের ঘোষণায় একটি মাস পানাহার ত্যাগ,
ঈমান পরীক্ষায় উত্তীর্ণ মুমিনের আবেগ!
নতুন চাঁদকে সালাম দিয়ে চোখে আসে জল,
মা’বুদ দিলেন উপহার হিসেবে ঈদকে ফল।
সেমাই,ফিরনি,পোলাও,জর্দা,মাংস ভুনার স্বাদ,
একটি দিনে রাজা সবাই নিরামিষ পদ বাদ।
আরও আছে জ্বলজ্বলে মেহেদী পাতার রঙ,
চোখ কপালে কচিকাঁচার দেখলে সাজের ঢং!
আমার তোমার বাড়াবাড়ি কুটুমকে দাওয়াত,
ক’দিন আগে কাড়াকাড়ি পোশাক কিনতে কাত!
এমন দিনেও যদি কাঁদে দুঃখে ঘরের কোণ,
অল্প হলেও পাশে দাঁড়াই হোক সকলের পণ।
শুধু সওয়াবের আশায় না করি কাউকে দান,
আল্লাহ্ সবার সমান রাখি ভালোবাসার মান।
সোশ্যাল মিডিয়া শেয়ার করুন
এই বিভাগের আরও খবর..