জাতীয় ফল
এইচ মোরশেদ (রতন)
বাংলাদেশের জাতীয় ফলের
কদর রয়েছে বিশ্ব দরবারে,
সব খাবারে যোগ কর তাই
হরেক রকম খাবার ও বার্গারে।কাঁচা কাঁঠালের সবজি রান্না
ভাতের সাথে তরকারী,
কাঁঠাল দ্বারা বাহারী খাবার
জেনে নেব যাহা দরকারি।কাঁঠালের পাতা ছাগলের খাবার
কাঁঠালের গাছে ফার্নিচার,
পাকা কাঁঠালের রোঁয়াগুলো
মুড়ির সাথে দারুণ খাবার।পাকা কাঁঠালের উচ্ছিষ্ট অংশ
গরুর জন্য স্বাদের খাবার,
বীচি গুলো ভর্তা করলে
শরীরের জন্য তা পুষ্টিকর।মাংস থেকে আমিষ আসে
কাঁঠাল থেকেও তাই,
জাতীয় ফলের কদর
তাইতো বেড়ে গেছে ভাই।বিভিন্ন নামের খাবারের রেসিপি
তৈরি কর কাঁঠাল দিয়ে,
দামী মাংস বাদ দিয়ে তাই
তৈরি কর কাঁঠাল নিয়ে।বারোমাসি কাঁঠালের জাত
উদ্ভাবন করো গবেষক,
মাংস ছেড়ে কাঁঠাল খাবো
এটাই মোদের শপথ হোক।জাতীয় ফলের ভরা মৌসুম
হয়ে যাবে বারো মাস,
সব খাবারে জাতীয় ফল
হবে বাঙ্গালীর বিজয় উল্লাস ।”