তামাশার রঙ তরু তাজা লালাভ রক্তে শিশুর গাজা। ভবের পিশাচ করে কব্জা সেরা সৃষ্টির নির্বাক উপজা। ইন্ধনে আবিষ্ট হীন আজা সংঘ দলে কানা আর খোজা। মানবদেহে নেই কলিজা অসূয়া অনলে সব কব্জা। মোমবাতিতে সাজাও গির্জা পাবেনা কভু স্বর্গের গজা।