নয়নাভিরাম’
এইচ মোরশেদ (রতন)
“মহান আল্লাহ্ তাআলার অপূর্ব সৃষ্টিকি আর করব বর্ননা,মানবকুলের বসবাস উপযোগী করেধরনী সৃজিয়াছেন রাব্বানা।পৃথিবীতে কত পশু-পাখি, গাছ-গাছালীসমুদ্র- নদী, পাহাড়- পর্বত, বাগ-বাগিচা,আকাশে চাঁদ-তারা, নীহারিকা, ছায়াপথসূর্যের আলোয় উদ্ভাসিত সহসা।ষড়ঋতুর প্রিয় বাংলাদেশসেটি আমার মাতৃভূমি,এরকম কত দেশ সৃষ্টি করেসাজিয়েছো তুমি এই ধরনী।যেদিকে তাকাই নয়নাভিরাম দৃশ্যসৃজিয়াছো হে পরোয়ারদেগার,তোমার খেয়ে তোমার পড়েশিরক করে চলেছি বারংবার।তোমার দয়ায় বেঁচে আছিতুমি প্রভূ, রহিম রহমান,যমিনকে বিছানা বানিয়েছাদ বানিয়েছো আসমান।কত ফুল- ফল, নদী ভরা জলসবই তোমার মেহেরবানী,সব কিছু ভোগ দখল করেপ্রতিনিয়ত করছি নাফরমানি।তবুও তোমার এত দয়াবের করে দাওনা এ রাজ্য থেকে,অন্ধকার হতে আলোতে আসতেনিয়ম দিয়েছ বেঁধে।বিশ্ব ভ্রম্মান্ডের একচ্ছত্র অধিপতি তুমিএ জগতে তোমার রহমত চাই,দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তিপরজীবনে স্বর্গসুখ যেন পাই।”