বিজয়ের স্লোগান
ফারজানা ইয়াসমিন
আমার একটা বিজয় ছিলসূর্যের মতো আলোকিত,সবুজের মতো চিরতরুণযৌবনের মতো দীপ্ত।আমার একটা বিজয় ছিলরক্তের স্রোতে বহমান,ঘুণে ধরা সভ্যতায় আজ ম্লানকীভাবে পাবো পরিত্রাণ?আমার একটা বিজয় ছিলডুবে গেছে তিমিরে সে মহান।আমার একটা বিজয় ছিলকলুষিত মনের পাপাচারীরা,নষ্ট করেছে পবিত্র মাতৃভূমিবিজয়ের স্লোগান এসো আবারও শুনি।