বিজয়
মোঃ নুরুজ্জামান সবুজ
আসলো বিজয় নাচলো হৃদয়
সোনার বাংলাদেশে
টুটলো তীমির কাটলো আঁধার
উঠলো সূর্য হেসে।বিজয় নিশানে বিজয়ের গান
মানুষের মুখে মুখে
পরাধীনতার শৃঙ্খল ভেঙে
স্বাধীনতার মহাসুখে।শাপলার হাসি রাখালের বাঁশি
আহা কি সুমধুর লাগে
স্বাধীনতায় মরিয়া আবার
বাঁচার সাধটি জাগে।দাম দিয়ে কেনা এ বাংলা
কারো দানে নয় পাওয়া
বিজয়ী আমি বিজয়ের দেশে
আমার চাওয়া পাওয়া।