‘ক্রসফায়ার’ না ‘বন্দুকযুদ্ধ’, ‘আমলনামায়’ কীসের ইঙ্গিত? দেখা যাবে বৃহস্পতিবার - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
‘ক্রসফায়ার’ না ‘বন্দুকযুদ্ধ’, ‘আমলনামায়’ কীসের ইঙ্গিত? দেখা যাবে বৃহস্পতিবার - www.dainikchalonbilerkotha.com
বুধবার, ১৮ জুন ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

‘ক্রসফায়ার’ না ‘বন্দুকযুদ্ধ’, ‘আমলনামায়’ কীসের ইঙ্গিত? দেখা যাবে বৃহস্পতিবার

বিনোদন ডেস্ক দৈনিক চলনবিলের কথা
  • আপডেটের সময়: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩৭ সময় দেখুন,
শেয়ার করুন

পরিচালক রায়হান রাফী ‘আমলনামা’ নামের যে ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন সেটি মুক্তি পাচ্ছে আগামী বৃহস্পতিবার। সিনেমার ট্রেইলার এসেছে প্রকাশ্যে। এর আগে ৩ মার্চ প্রকাশিত পোস্টারে ঝাপসা অক্ষরে লেখা ছিল ‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ শব্দগুলো। খবর বিডিনিউজের।

সোশাল মিডিয়ায় অনেকে বলছেন, ‘আমলনামার’ গল্পের আভাস রাফী পোস্টারের কয়েকটি শব্দে বুঝিয়ে দিয়েছেন। ট্রেইলারটি শুরু হয়েছে কবি, গীতিকার ও নির্মাতা কামরুজ্জামান কামুর কণ্ঠে কবিতার লাইন ‘আমাকে এবার পিছমোড়া করো, চোখ বেঁধে ফেল প্রভু, আমি কোনোখানে কোনো মানুষের হৃদয় দেখিনি কভু’ শুনিয়ে।

যাকে মধ্যরাতে সাদা পোশাক পরিহিত কিছু ব্যক্তি বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়। তাকে খুঁজতে থানায় থানায় ঘুরে বেড়ান স্ত্রী পারভীন, এই চরিত্রটি করেছেন তমা মির্জা। ট্রেইলারের প্রায় পুরোটা সময়জুড়ে স্বামীর খোঁজ পেতে তার প্রাণপণ চেষ্টা দেখা গেছে।

ট্রেইলারের শেষে ইমরান জামান চরিত্রটির কণ্ঠে শোনা যায়, কাউরে না কাউরে আমার লাগবে, উপর থেকে প্রেশার আছে’। এই চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। তিনি হয়েছেন পুলিশ কর্মকর্তা। তার স্ত্রীর চরিত্রে আছেন সারিকা সাবরিন।

চরিত্রটি নিয়ে তমা বলেন, চরিত্রটা আমাকে বুঝিয়ে দেয়ার পর ওই জগৎ থেকে আমি আর বের হতে পারিনি। আমার মনে হচ্ছিল যে, চোখের সামনে সব ঘটছে। খুবই বাস্তবধর্মী একটি চরিত্র এবং তার যে টেনশন, সেটা দর্শকদেরও চিন্তিত করে তুলবে বলে আমার মনে হয়।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST