দেখে নিও মোঃ নুরুজ্জামান সবুজ - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
দেখে নিও মোঃ নুরুজ্জামান সবুজ - www.dainikchalonbilerkotha.com
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন

দেখে নিও মোঃ নুরুজ্জামান সবুজ

দৈনিক চলনবিলের কথা
  • আপডেটের সময়: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৫৪ সময় দেখুন,
শেয়ার করুন

দেখে নিও
মোঃ নুরুজ্জামান সবুজ


সক্রেটিস –
কোথায় লুকানো বিষের পেয়ালা?
আলোভুক অমাবস্যায় শব্দভূক কবির মতো
তন্ন তন্ন করে খুঁজে ফিরি পাইনা তো?

অর্ফিয়াস
কোথায় লুকালে তোমার বাঁশি?
কোন সে দেবদূত কেড়ে নিলো সুর?
প্রেম বঞ্চিত হৃদয়ে প্রেয়সী রেখে গেলে কতদূর
শুনতে কি পাও; তার কান্নার আওয়াজ
বেদনা বিধুর! চোখ যায় যতোদূর?
আমি সাত সমুদ্র তলে ডুবুরির মতো
পরশ পাথর খুঁজি,তোমাকে দেবো বলে–

দধীচি
কোথায় লুকালে তোমার হস্ত হাড়-
অসুর পশুত্বের সাথে লড়ে যেতে
বুলেট বারুদের গন্ধ শুকে শুকে
পৃথিবীটা তছনছ করে ফেলি,পাইনাতো?

একদিন
খুঁজে পাবোই ;তারপর দেখে নিও —
আমি কতটা কঠিন, কতোটা ভয়ংকর
মানবতা,প্রেম,অধিকার আদায়ের লড়াইয়ে।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST