পাবনার সিভিল সার্জন ডা: মনিসরকে বিদায় সংবর্ধনা - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
পাবনার সিভিল সার্জন ডা: মনিসরকে বিদায় সংবর্ধনা - www.dainikchalonbilerkotha.com
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

পাবনার সিভিল সার্জন ডা: মনিসরকে বিদায় সংবর্ধনা

নিউজ ডেস্ক
  • আপডেটের সময়: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬ সময় দেখুন,
শেয়ার করুন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি


পাবনার সদ্য বিদায়ী সিভিল সার্জন ডা: মনিসর চৌধুরীকে বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।আজ রোববার দুপুরে পাবনা জেনারেল হাসপাতাল সভাকক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের সহকারী পরিচালক ডা: মো: রফিকুল হাসান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাবনা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা: আবু মো: শাফিকুল হাসান, সাধারণ সম্পাদক ডা: সিরাজুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক ডা: এ এইচ এম মনোয়ার উল আজিজ, স্বাচিপের সাধারণ সম্পাদক ডা: জাহেদী হাসান রুমি, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা: মো: আকসাদ আল মাসুর আনন, সহযোগী অধ্যাপক ডা: গৌতম কুমার ঘোষ, ডা: বিপ্লব কুমার সাহা, ডা: সাবেরা সুলতানা বিশ্বাস আসমানী, ডা: মো: আইনুল হক, ডা: জান্নাতুল ফেরদৌস বৈশাখী, ডা: শাওন ডা: জাকারিয়া খান মানিক প্রমুখ।অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ডা: জাহিদুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা, সদ্য বিদায়ী সিভিল সার্জন ডা: মনিসর চৌধুরীর কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া নতুন কর্মস্থলে সততা ও নিষ্ঠার সাথে যেন তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, গত ২০ মে ২০২১ সালে তিনি পাবনার সিভিল সার্জন হিসেবে যোগদান করেন।তাঁর পরবর্তী কর্মস্থল সিলেট।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST
https://www.banglaconverter.co/