প্রধানমন্ত্রী মোদী নোবেল শান্তি পুরষ্কারের দাবিদার - 'ভুয়ো খবর' জানালেন নোবেল কমিটির সদস্য - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
প্রধানমন্ত্রী মোদী নোবেল শান্তি পুরষ্কারের দাবিদার - 'ভুয়ো খবর' জানালেন নোবেল কমিটির সদস্য - www.dainikchalonbilerkotha.com
বুধবার, ১৮ জুন ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী মোদী নোবেল শান্তি পুরষ্কারের দাবিদার – ‘ভুয়ো খবর’ জানালেন নোবেল কমিটির সদস্য

নিউজ ডেস্ক
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৫ সময় দেখুন,
শেয়ার করুন

এক সাক্ষাৎকারে নোবেল কমিটির সদস্য অ্যাসলে টোজে জানিয়েছেন, এই বিষয়ে একটি ভুয়ো ট্যুইট করা হয়েছিল। ‘এই বিষয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই। কারণ খুব স্পষ্টভাবে আমি জানাতে চাই এই খবর সম্পূর্ণ ভুয়ো।’

নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম প্রস্তাবের খবর ভুয়ো বলে জানিয়ে দিল নরওয়ের নোবেল কমিটি। কমিটির পক্ষে অ্যাসলে টোজে জানিয়েছেন, ‘এই খবর সম্পূর্ণ ভুয়ো’।

এক সাক্ষাৎকারে নোবেল কমিটির সদস্য অ্যাসলে টোজে জানিয়েছেন, এই বিষয়ে একটি ভুয়ো ট্যুইট করা হয়েছিল। টোজে জানিয়েছেন, এই বিষয়ে একটি ভুয়ো ট্যুইট করা হয়েছিল। ‘এই বিষয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই। কারণ খুব স্পষ্টভাবে আমি জানাতে চাই এই খবর সম্পূর্ণ ভুয়ো।’

তিনি আরও জানিয়েছেন, ভারতে তিনি নরওয়ে নোবেল কমিটির পক্ষ থেকে আসেননি। তিনি ভারতে এসেছেন আন্তর্জাতিক শান্তি সংস্থার ডিরেক্টর হিসেবে দিল্লীর ইন্ডিয়া সেন্টার ফাউন্ডেশন (ICF)-এ।

সংবাদমাধ্যমে টোজে জানান, আমি ভারতে এসেছি এই দেশের রাজনীতি ও উন্নয়ন নিয়ে কথা বলতে। তিনি আরও বলেন, আমি নোবেল কমিটির উপনেতা। একটি ভুয়ো খবর ট্যুইট করা হয়েছে এবং আমাদের এটিকে ভুয়ো খবর হিসাবেই বিবেচনা করা উচিত। কারণ এটা ভুয়ো।

এর আগে একাধিক সংবাদমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছিল, নরওয়ের নোবেল কমিটির ডেপুটি অ্যাসলে টোজে ভারতে এসেছেন এবং জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোবেল শান্তি পুরস্কারের বড়ো দাবিদার। যে দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন টোজে। উল্লেখ্য, ৫ সদস্যের নোবেল কমিটির অন্যতম সদস্য টোজে। এই কমিটির পক্ষ থেকেই নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম চূড়ান্ত করা হয়।

এক সংবাদসংস্থায় টোজের দেওয়া সাক্ষাৎকার ট্যুইট করেছেন অল্ট নিউজের মহম্মদ জুবেইর। যেখানে তোজেকে বলতে শোনা গেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য আশা জাগায়। উল্লেখ্য, রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, এটা যুদ্ধের সময় নয়।

গতকাল রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে টোজে জানিয়েছেন, এই যুদ্ধ একটি ট্র্যাজেডি। এই যুদ্ধ শেষ করতে হবে। সমস্ত জাতি এবং শুভাকাঙ্খী দেশগুলির একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করা উচিত এবং রাশিয়াকে পরমাণু অস্ত্রের প্রকৃত ব্যবহারের সচেতনতা মনে করিয়ে দেওয়ার জন্য ভারতের হস্তক্ষেপ খুবই সহায়ক।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST