ফরিদপুরে প্রত‍্যয় সাহিত্য পরিষদের ৬২ তম স্বরচিত কবিতা পাঠের আসর এবং ছড়াগ্রন্থ 'ভোরের পাখি'র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
ফরিদপুরে প্রত‍্যয় সাহিত্য পরিষদের ৬২ তম স্বরচিত কবিতা পাঠের আসর এবং ছড়াগ্রন্থ 'ভোরের পাখি'র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত - www.dainikchalonbilerkotha.com
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

ফরিদপুরে প্রত‍্যয় সাহিত্য পরিষদের ৬২ তম স্বরচিত কবিতা পাঠের আসর এবং ছড়াগ্রন্থ ‘ভোরের পাখি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত

দৈনিক চলনবিলের কথা
  • আপডেটের সময়: শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৫৬ সময় দেখুন,
শেয়ার করুন

২৮ জানুয়ারি ২০২৩, শনিবার বেলা ১১টায় পাবনার ফরিদপুর উপজেলার প্রত্যয় সাহিত্য পরিষদ আয়োজিত ৬২তম মাসিক স্বরচিত কবিতা পাঠের আসর এবং ছড়াকার ফকির খালেক রচিত ‘ভোরের পাখি’ ছড়াগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান বীর মুক্তিযোদ্ধা ওয়াজিউদ্দিন খান পৌর
মুক্তমঞ্চের হলরুমে অনুষ্ঠিত হয়।
কবি ও কলামিষ্ট খ. ম. আশরাফুজ্জামানের সভাপতিত্বে ও কবি আতিকুর আপেল’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি নিফুল খান, নুর আলী, খান-এ-সবুর, আব্দুল আলিম, খ. ম. আশরাফুজ্জামান , আব্দুল কাদের, ফকির খালেক, আফফান আলী, আছমা খাতুন, আতিকুর আপেল এবং পরিষদের সাধারণ সম্পাদক মোল্লা আলী আছগার প্রমুখ। দ্বিতীয় পর্বে সংগঠক ও ছড়াকার ফকির খালেক’ রচিত পাথার প্রকাশন কর্তৃক প্রকাশিত ছড়াগ্রন্থ ‘ভোরের পাখি’র মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থটি সম্পর্কে এক বিবৃতিতে প্রকাশক, কবি ও শিশুসাহিত্যিক নুরুল ইসলাম বাবুল বলেন, ‘এই ছড়াগ্রন্থটি শিশুদের জন্য চমৎকার একটি উপহার।’
উল্লেখ্য, প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার প্রত্যয় সাহিত্য পরিষদের আয়োজনে স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।
_____________________________________________

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST