ব্যস্ত জীবন ব্যস্ত শহর
ব্যস্ত বাজার গ্রাম,
শত ব্যস্তের মাঝেও মোরা
খুঁজি স্বস্তি আরাম।
ব্যস্ত শেষে স্বস্তি খুঁজি
পাই স্বস্তির নিঃশ্বাস,
মোদের মনে আছে আস্থা
আছে স্বস্তির বিশ্বাস।
ব্যস্ত সমাজ ব্যথাই ব্যাকুল
নিত্য নিরাময় চাই,
যে যার জায়গায় খুঁজলে যেন
জিন্দা সবাই পাই।
দুঃখ ব্যথা হাঁসি কান্না
নিয়ে ব্যস্ত জীবন,
স্বস্তি খুঁজি আসুন সবাই
দিয়ে নিজ মন।
অধম কালাম কাব্যিক মনে
কাব্য রচে চলি,
শান্তি সুখে রেখ হে-আল্লাহ
তোমায় বিনয় করে বলি।