ভাঙ্গুড়ায় দাম বাড়ায় কমেছে পেঁয়াজ বিক্রি - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
ভাঙ্গুড়ায় দাম বাড়ায় কমেছে পেঁয়াজ বিক্রি - www.dainikchalonbilerkotha.com
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় দাম বাড়ায় কমেছে পেঁয়াজ বিক্রি

প্রতিবেদকের নাম:
  • আপডেটের সময়: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭ সময় দেখুন,
শেয়ার করুন

 

পাবনা (জেলা) প্রতিনিধি

 

ডাবল সেঞ্চুরি পার করে ২২০ পর্যন্ত ঠেকা পেঁয়াজের বিক্রি কমেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খুচরা বাজারে। খোদ খুচরা বিক্রেতারাই বলছেন, আগে যেখানে পাড়া মহল্লার দোকানে দিনে ৩০/৪০ কেজি পেঁয়াজ বিক্রি হতো, সেখানে দাম বেড়ে যাওয়ার পর এখন ১০/১৫ কেজি পেঁয়াজ বিক্রি করাই কঠিন হয়ে গেছে।

ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা শুক্রবার (৮ ডিসেম্বর) বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত হলে সারা দেশের খুচরা বাজারে পেঁয়াজের দাম হুহু করে বাড়তে থাকে।

রোববার (১০ ডিসেম্বর) পাবনার ভাঙ্গুড়ায় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০ থেকে ২২০ টাকায়। অথচ গত শুক্রবার পণ্যটির দাম ছিল ১০০ থেকে ১২০ টাকা। পেঁয়াজের দাম আকাশচুম্বী হওয়ায় কেনার আগ্রহ হারিয়েছে ক্রেতারা। সবমিলিয়ে আগের চেয়ে পেঁয়াজ বিক্রি অনেক কমে গেছে। আগে যে ক্রেতা ২ কেজি পেঁয়াজ নিতো সে ক্রেতাই এখন আধা কেজি, এক কেজি করে পেঁয়াজ নিচ্ছে।

উপজেলার উত্তর মেন্দা এলাকার বাসিন্দা অটো ভ্যানচালক আফতাব আহমেদ ভাঙ্গুড়া বাজারে বাজার করতে এসে পেঁয়াজ কিনেছেন আধা কেজি। দরকার হয় পেঁয়াজ কম কিনবো, কম খাবো তবুও এত দামে পেঁয়াজ কিনবো না বলে জানান তিনি।

উপজেলার ভাঙ্গুড়া বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরা বলেন, পেঁয়াজের দাম বাড়ার কারণে আগের চেয়ে ব্যবসা কমে গেছে। আগে যেখানে স্থানীয় ব্যবসায়ীরা ৮ থেকে ১০ মন পেঁয়াজ কিনে নিয়ে যেত এখন তারা ২/৩ মন করে নিয়ে যাচ্ছে। অতিরিক্ত দাম বৃদ্ধির কারণেই মূলত এটা হয়েছে।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST
https://www.banglaconverter.co/