ভাঙ্গুড়ায় স্কুলছাত্রী অপহরণ মামলায় যুবক গ্রেপ্তার - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
ভাঙ্গুড়ায় স্কুলছাত্রী অপহরণ মামলায় যুবক গ্রেপ্তার - www.dainikchalonbilerkotha.com
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় স্কুলছাত্রী অপহরণ মামলায় যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • আপডেটের সময়: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৫ সময় দেখুন,
শেয়ার করুন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:


পাবনার ভাঙ্গুড়ায় স্কুলছাত্রীকে (১৪) অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। তাঁর নাম হাসিনুর রহমান হাসু (৩০)।সে উপজেলার চৌবাড়ীয়া হারোপাড়া গ্রামের মৃত আফছার আলীর পুত্র। আজ শুক্রবার দুপুরে ঢাকার সাভার থানার হেয়াময়েতপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। ওই যুবকের স্ত্রী ও একটি সন্তান রয়েছে।

এসময় অপহৃত স্কুলছাত্রীকেও সেখান থেকে উদ্ধার করে পুলিশ।ওই স্কুলছাত্রী ভাঙ্গুড়া পৌরশহরের বাসিন্দা ও শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।এর আগে গত বুধবার মেয়েটির পিতা বাদী হয়ে তিনজনকে আসামি করে ভাঙ্গুড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়,এক সন্তানের জনক হাসিনুরের সঙ্গে ওই স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল।তিন মাস আগে এ ঘটনা জানাজানি হলে উভয় পরিবারের লোকজন বসে বিষয়টি মিটমাট করা হয়। কিন্তু গত সোমবার দুপুর আড়াইটার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে হাসিনুর লোকজন নিয়ে এসে ওই স্কুলছাত্রীকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়।এসময় বাড়িতে রাখা মহিষ বিক্রির নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় তাঁরা।

ওসি জানান, গ্রেপ্তারকৃত যুবক হাসিনুর ও স্কুলছাত্রীকে থানা হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল শনিবার সকালে তাঁদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।

মোবাইল-০১৭২৮৩৬৩৬৩১

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST