ময়মনসিংহের নান্দাইলে এমপি হওয়ার লড়াইয়ে মামা-ভাগনে - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
ময়মনসিংহের নান্দাইলে এমপি হওয়ার লড়াইয়ে মামা-ভাগনে - www.dainikchalonbilerkotha.com
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে এমপি হওয়ার লড়াইয়ে মামা-ভাগনে

প্রতিবেদকের নাম:
  • আপডেটের সময়: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৬৫ সময় দেখুন,
শেয়ার করুন

 

নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ- ৯ (নান্দাইল) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মামা-ভাগনে। মামা জাকের পার্টি থেকে মনোনীত প্রার্থী ও উপজেলা জাকের পার্টির সহ-সভাপতি শফিকুল আলম। ভাগনে জাতীয় পার্টি থেকে মনোনীত হাসমত মাহমুদ তারিক। তিনি ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সদস্য।

রোববার (৩ ডিসেম্বর) ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা ও নান্দাইল সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মামা-ভাগনে দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। মামা শফিকুল আলম জাকের পার্টির গোলাপ ফুল প্রতীক ও ভাগনে হাসমত মাহমুদ তারিক জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে ভোট যুদ্ধে লড়বেন।

হাসমত মাহমুদ তারিক জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল হাকিম ভূঁইয়ার দ্বিতীয় ছেলে।

জানতে চাইলে হাসমত মাহমুদ তারিক বলেন, ‘কে মামা, কে আত্মীয় তা দেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না। রাজনীতির মাঠে সব ভিন্ন। দলীয় নেতা-কর্মীসহ নান্দাইলবাসীকে নিয়ে ভোটযুদ্ধে লড়ে যাব।’

বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম বলেন, ‘আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি, জনগণের কাছে ভোট প্রার্থনা করছি। জনগণ যাকে ভালো মনে করে তাকেই ভোট দিয়ে জয় যুক্ত করবে।’

উল্লেখ্য, ময়মনসিংহ- ৯ (নান্দাইল) আসনে মামা-ভাগনে ছাড়াও আওয়ামী লীগ, স্বতন্ত্র, জাসদ ও তৃণমূল বিএনপির মোট ছয় জনের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST