মাভৈ! মাভৈ!!
মোঃ নুরুজ্জামান সবুজবেড়ে যায় রাত,বাড়ে মানুষের
শত আহাজারি
কখন আসবে ভোর,কতো পথ-
দিতে হবে পাড়ি?যক্ষা আধার, বাঁধার পাহার
পায়ে-পায়ে দলে চলি-
রাত প্রহরীরা ঘুমে অচেতন
পথের দিশা কি ভুলি?ঝড়, ঝঞ্ঝা, অশনি সংকেত
লুটেরা ছুটে আসে-
কণ্ঠ থামাতে, কেড়ে নিতে প্রাণ
ত্রাসের অট্ট হাসে।চারদিক থেকে বর্গি দানবের
লোভাতুর পায়চারি-
মাভৈ! মাভৈ! কেটে যাবে রাত
বিজয়ের জ্যোতিহেরি।