মায়ের চেয়ে ৮ বছরের বড় ছেলে ! - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
মায়ের চেয়ে ৮ বছরের বড় ছেলে ! - www.dainikchalonbilerkotha.com
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

মায়ের চেয়ে ৮ বছরের বড় ছেলে !

নিউজ ডেস্ক
  • আপডেটের সময়: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭ সময় দেখুন,
শেয়ার করুন
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:


মায়ের চেয়ে ছেলের বয়স ৮ বছর বেশি!ছেলের জন্ম তারিখ ১০ আগস্ট ১৯৬৯ সাল !আর মায়ের জন্ম  ১৮ অক্টোবর ১৯৭৭ সাল! অবিশ্বাস্য হলেও মা ও ছেলের বয়সের এমন পার্থক্য দেখা গেছে তাঁদের এনআইডি কার্ডে।
তাঁদের বাড়ি পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাটুলীপাড়া গ্রামে।মায়ের নাম মোছা: মাজেদা খাতুন আর ছেলের নাম মো: মাজেদ আলী। এনআইডি কার্ডে এমন ভুল তথ্যের কারণে বিড়ম্বনায় পড়তে হচ্ছেন এই মা-ছেলেকে।এদিকে এনআইডি কার্ডে বয়স কম থাকায় দীর্ঘদিন ধরে স্বামীর পেনশনের প্রাপ্য চিকিৎসা ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন বৃদ্ধা মাজেদা বেগম।
মাজেদা বেগম জানান,তাঁর বয়স এখন ৭৪ বছর।কিন্তু এনআইডি কার্ডে ভুল করে জন্ম তারিখ লেখা হয়েছে ১৮ অক্টোবর ১৯৭৭ সাল।অর্থাৎ তাঁর বয়স কমে গিয়ে এখন ৪৬ বছর হয়েছে!তিনি আরও জানান,তাঁর স্বামী মোসলেম উদ্দিন রেলওয়েতে চাকুরি করতেন।২০ বছর আগে তিনি মারা যান।স্ত্রী হিসেবে তাঁর পেনশনের টাকা পাচ্ছেন তিনি।কিন্তু এনআইডি কার্ডে বয়স কম থাকায় যে পরিমাণ চিকিৎসা ভাতার টাকা পাওয়ার কথা তা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি।
ছেলে মাজেদ আলী জানান,এনআইডি কার্ডে তাঁর বয়স মায়ের চেয়েও ৮বছর বেশি! এই ভুলের কারণে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাঁদেরকে।এ নিয়ে অনেকেই হাসাহাসি করে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আজিজুর রহমান বলেন,তাঁদেরকে এনআইডি কার্ড সংশোধনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।  এ জন্য তিনি প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদন করতে বলেছেন।
ছবি ক্যাপশন: মা- ছেলে ও তাঁদের এনআইডি কার্ড।ছবি: সংগৃহীত।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST
https://www.banglaconverter.co/