যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক ও ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা নিয়ে মার্কো রুবিও ও অধ্যাপক ইউনূসের ফোনালাপ
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার সন্ধ্যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির বিষয়েও তাঁরা একমত হন।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় এই ফোনালাপ হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে। একই তথ্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। সেখানে মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, উভয় নেতা দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন।