রাজধানীতে বাসে আগুন দেওয়ার সময় আটক-২ - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
রাজধানীতে বাসে আগুন দেওয়ার সময় আটক-২ - www.dainikchalonbilerkotha.com
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন

রাজধানীতে বাসে আগুন দেওয়ার সময় আটক-২

প্রতিবেদকের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮ সময় দেখুন,
শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে মিডলাইন পরিবহনের বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে দুই যুবককে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

আটককৃতরা হলেন- শাহিন (২৪) ও আবু বক্কর সিদ্দিক (২৪)। আটক দুজনই যুবদল কর্মী বলে দাবি পুলিশের।

সোমবার(১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি পুড়ে যায়।

এ ব্যাপারে মিডলাইন পরিবহনের বাসচালক তারেক বলেন, যাত্রী নামিয়ে মোহাম্মদপুর ময়ূরী ভিলার সামনে দিয়ে গাড়ি ঘোরানোর সময় বাসের মাঝখানে হঠাৎ করে আগুন ধরিয়ে দেয়। আমি তখন দ্রুত জানালার কাচ ভেঙে নেমে যায়। আগুন দেওয়ার সময় হাতেনাতে দুজনকে আটক করে পুলিশ।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভূঞা বলেন, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ের ময়ূরী ভিলার বিপরীত পাশে মিডলাইন পরিবহনের বাসে আগুন দেয় দুই যুবক। আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি জানান, তারা দুজন যুবদল কর্মী। তাদের পেছনে কারা জড়িত তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST