লিপিকে বাঁচাতে প্রয়োজন তিন লক্ষ টাকা - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
লিপিকে বাঁচাতে প্রয়োজন তিন লক্ষ টাকা - www.dainikchalonbilerkotha.com
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন

লিপিকে বাঁচাতে প্রয়োজন তিন লক্ষ টাকা

দৈনিক চলনবিলের কথা
  • আপডেটের সময়: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৭৯ সময় দেখুন,
শেয়ার করুন

“লিপিকে বাঁচাতে প্রয়োজন তিন লক্ষ টাকা”

মনিরুজ্জামান ফারুক বিশেষ প্রতিনিধি


ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত দুই সন্তানের জননী লিপি বেগম (৩২)।বাড়ি পাবনার ভাঙ্গুড়া পৌর শহরের কালিবাড়ী এলাকায়।৬ বছর আগে তাঁর স্বামী মারা যান।স্বামীর মৃত্যুর পর সন্তানদের মুখের দিকে তাকিয়ে ফের নতুন করে সংসার পাতেননি।

পৌরশহরের একটি বেসরকারি ক্লিনিকে সামান্য বেতনে ল্যাব সহকারী হিসাবে কাজ করেন লিপি।সেখান থেকে যা উপার্জন হয় তাতেই কোন মতো চলে তাঁদের তিন সদস্যের সংসার।

মাস ছয়েক আগে তিনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে চিকিৎসকের শরণাপন্ন হন।পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান,তিনি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত।

ওই ক্লিনিক থেকে বিনা পয়সায় করা হয় লিপির অপারেশন।কিন্তু অপারেশনের পর তাঁর শরীরে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়।এতে প্রয়োজন তিন লাখ টাকা। কিন্তু এতো টাকা যোগান দেওয়া তাঁর একার পক্ষে কোনভাবেই সম্ভব না।

অর্থাভাবে নিয়মিত থেরাপি নিতে না পারায় বর্তমানে তিনি স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন।তাই নিজের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের নিকট তিনি সহযোগিতা কামনা করেছেন।

(তাঁর বিকাশ নম্বর:০১৯২২৩৭৮০৯৭)

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST