মানিকগঞ্জে সরিষা ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে জাহিদ হাসান (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের বড় ভাই জাকির হোসেন গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ হাসান তিল্লী গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে। নিহত ব্যক্তি পেশায় একজন অটোচালক ছিলেন। সংসার জীবনে তার দুই মাসের একটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে সরিষা খেতে জাহিদ ও তার বড় ভাই জাকির কাজ করতে ছিলেন। সন্ধ্যার দিকে হঠাৎ করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় জাহিদ। এ সময় জাকিরকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।