পাবনার ভাঙ্গুড়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের জামে মসজিদের উদ্যোগে এক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাতে ইসলামী খাঁনমরিচ ইউনিয়ন শাখার সাবেক আমির আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য সচিব মোঃ মাসুদুর রহমান মাসুদ খোন্দকার এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী,ভাঙ্গুড়া উপজেলা শাখার আমির মাওলানা আলি আজগার।
মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাফসীর পেশ করেন মাওলানা আব্দুল্লাহ আল আমিন। এছাড়া দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ মহসিন আলম জিহাদী এবং মাওলানা রুহুল আমিন হাতেমী।
এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা মাহফিলে উপস্থিত থেকে কুরআনের তাফসীর শোনেন এবং ইসলামিক জ্ঞান অর্জন করেন।