সাদা মনের মানুষ নুরুজ্জামান সবুজের গল্প - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
সাদা মনের মানুষ নুরুজ্জামান সবুজের গল্প - www.dainikchalonbilerkotha.com
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন

সাদা মনের মানুষ নুরুজ্জামান সবুজের গল্প

আর এস আই সাগর
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৫৫ সময় দেখুন,
শেয়ার করুন

সাদা মনের মানুষ
নুরুজ্জামান সবুজের গল্প

কবি হাবিবুর রহমান


আমি গল্প লিখতে ভালোবাসি৷ আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। আমার গল্পে একজন সাদা মনের মানুষের কথা তুলে ধরবো৷

তিনি একাধারে কবি,সাহিত্যিক,গল্পকার,গীতিকার,ভালো সংগঠক,তিনি একজন আদর্শবান শিক্ষক। তার মধ্যে সকল গুণ ফুটে উঠেছে৷

চাইলে আপনি গুণি হতে পারবেন না। শ্রম, সময়,সাধনার প্রয়োজন।

আমি নুরুজ্জামান সবুজের কথা বলছি। তার বাড়ি পাবনার- ভাংগুড়ার, ময়দান দিঘী গ্রামে। তিনি পাড়া গায় থাকলেও তার নিজ হাতে গোড়া সংগঠন “চলনবিল সাহিত্য সংসদ” আলো ছড়িয়ে যাচ্ছে। নতুন কবি সাহিত্যিক তার সংগঠনের মাধ্যমেই উঠে আসছে৷
কবি নুরুজ্জামান সবুজ একজন সাদা মনের মানুষ। তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকা ভুক্ত গীতিকার।

একজন ভালো ছড়া লেখক,কবি,সকল গুণাবলী তার মধ্যে আল্লাহ্ দিয়েছেন৷
আপনি সারাদিন চেষ্টা করলেও দুই লাইন লিখতে পারবেন না৷
যদি আপনাকে দিয়ে আল্লাহ্ লেখায় তাহলেই আপনি কবি,লেখক,গুণি মানুষ৷

আমি একজন নুরুজ্জামান সবুজের কথা বলছি। এদেশে এমন মানুষের প্রয়োজন। যার হাত ধরে অনেকের সৃষ্টি। যার কলম সমাজের বাস্তব চিত্র তুলে ধরে,অসহায় মানুষের কথা তুলে ধরে তিনিই সত্যিকারের কবি৷

আমার গল্পে আমি একজন সাদা মনের মানুষ নুরুজ্জামান সবুজের কথা লিখছি। তিনি বড় মনের মানুষ।
কবি সাহিত্যিকরা বড় মনের হয়। সবাই বড় মনের নয়৷
আমি একজন নুরুজ্জামান সবুজের গল্প বলছি। তিনি মুখে যাই বলেন তাই সাহিত্য।
তার মুখের সুন্দর বাণীর প্রেমে পড়ে যাবেন।
ময়দান দিঘী বাঁজারের চাঁদের হাসি আজ সারা বাংলায় ছড়িয়ে৷
আমি একজন নুরুজ্জামান সবুজের গল্প বলছি,,,,,,,,,,,,,।
কবি সাহিত্যিক যেন তার পরম আত্নীয়। যদি কেউ কখনও তার বাড়িতে গিয়ে থাকেন তাদের আর বলতে হবেনা,আদর যত্ন, সেবার কোনো প্রকারের ত্রুটি শব্দটি থাকেনা৷
আমি একজন নুরুজ্জামান সবুজের গল্প বলছি,,,,,,,,। আমি আমার জীবনে যদি কোনো গুণিকে দেখে থাকি তিনিই সেই জীবন্ত গুণি।
তিনিই সেই সাদা মনের মনুষ।
আমি একজন নুরুজ্জামান সবুজের গল্প বলছি,,,,,,,,,,,,,

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST