সিংড়ায় খলিল কে সভাপতি ও আমিনুল কে সম্পাদক করে সিংড়া স্মার্ট প্রেস ক্লাব এর পূর্নাঙ্গ কমিটি গঠন - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
সিংড়ায় খলিল কে সভাপতি ও আমিনুল কে সম্পাদক করে সিংড়া স্মার্ট প্রেস ক্লাব এর পূর্নাঙ্গ কমিটি গঠন - www.dainikchalonbilerkotha.com
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৮:২০ অপরাহ্ন

সিংড়ায় খলিল কে সভাপতি ও আমিনুল কে সম্পাদক করে সিংড়া স্মার্ট প্রেস ক্লাব এর পূর্নাঙ্গ কমিটি গঠন

দৈনিক চলনবিলের কথা
  • আপডেটের সময়: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৫৮ সময় দেখুন,
শেয়ার করুন

সিংড়ায় খলিল কে সভাপতি ও আমিনুল কে সম্পাদক করে সিংড়া স্মার্ট প্রেস ক্লাব এর পূর্নাঙ্গ কমিটি গঠন

কবি হাবিবুর রহমান, নাটোর,সিংড়া প্রতিনিধিঃ


নাটোরের সিংড়ায় পেশাদার সাংবাদিকদের নিয়ে স্মার্ট ক্লাব নামে একটি প্রেস ক্লাব গঠন করা হয়েছে। সত্য প্রকাশে মোরা নির্ভীক সৈনিক, এই স্লোগান কে সামনে রেখে একদল নবীন প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে ব্যতিক্রম দৃষ্টিভঙ্গি নিয়ে সিংড়া স্মার্ট প্রেস ক্লাব আত্মপ্রকাশ করে। খলিল মাহমুদ কে সভাপতি এবং আমিনুল হক কে সাধারন সম্পাদক করে তিন বছর মেয়াদী ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (২৩শে জুলাই) বেলা ১২ টায় সিংড়া বাজারের অস্থায়ী এক কার্যালয়ে প্রবীণ সাংবাদিক আবুল বাসার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় পূর্নাঙ্গ কমিটি গঠণ করা হয়।

কমিটিতে দৈনিক আমার সংবাদ এর সিংড়া উপজেলা প্রতিনিধি খলিল মাহমুদ কে সভাপতি এবং দৈনিক সংগ্রাম প্রতিদিন প্রতিনিধি আমিনুল হককে সাধারন সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।

কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আবুল বাসার,সহ-সভাপতি বেলায়েত হোসেন বাবু (জনতার বিবেক), (দৈনিক বাংলাদেশ সংবাদ ), যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম (দৈনিক সরকার ), সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব (সুপ্রভাত উত্তর বঙ্গ), দপ্তর সম্পাদক আজিজুল হাকিম (দৈনিক মুক্তির লড়াই), প্রচার সম্পাদক বায়জীত ইসলাম জয় ( বাংলাদেশের চিত্র), সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান (দৈনিক চলনবিলের কথা) নির্বাহী সদস্য মোঃ জাকারিয়া প্রামাণিক( দৈনিক মহাস্থান), মকুল হোসেন(দৈনিক ঢাকা মেইল), রানা মাসুদ (দৈনিক মুক্ত বার্তা ) বছর মেয়াদী ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST
https://www.banglaconverter.co/