সিংড়া চৌগ্রাম কালিগঞ্জ মহা সড়কে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার! - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
সিংড়া চৌগ্রাম কালিগঞ্জ মহা সড়কে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার! - www.dainikchalonbilerkotha.com
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

সিংড়া চৌগ্রাম কালিগঞ্জ মহা সড়কে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার!

নিউজ ডেস্ক
  • আপডেটের সময়: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮ সময় দেখুন,
শেয়ার করুন

কবি হাবিবুর রহমান নাটোর সিংড়া থেকে


নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম কালিগঞ্জ মহা সড়কে নিমাকদমা গ্রামের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

রবিবার সকাল আনুমানিক ৭ টার দিকে চৌগ্রাম কালিগঞ্জ মহা সড়কে অজ্ঞাত ব্যক্তির লাশ স্থানীয়রা উদ্ধার করে সিংড়া স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায় পরে ঘটনা জানাজানি হলে লাশের স্বজনরা ছুটে আসে এবং জানা যায় নিহত ঐ ব্যক্তির নাম মোমিনুল ইসলাম গ্রামের বাড়ি ছোট চৌগ্রাম। ধারণা করা হচ্ছে মোমিনুল চৌগ্রাম হয়ে কালিগঞ্জ যাওয়ার সময় পিছন দিক থেকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মারাত্মক ভাবে ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই পরে থাকে। পরে পাশের গ্রাম নিমাকদমার মানুষদের চোখে পড়লে তারা দ্রুত এগিয়ে আসে, এবং
অচেতন মোমিনুল কে সিংড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তির করানোর চেষ্টা করে, এমন সময় কর্তব্যরত চিকিৎসক অচেতন আমিনুল কে চেকআপ করে মৃত ঘোষণা করেন।

মৃত্যু সমন্ধে বিস্তারিত জানতে চাইলে কর্তব্যরত চিকিৎসক বলেন মোমিনুল মূলত ঘটনাস্থলে অনেক আগেই মৃত্যুর বরণ করেছিল, কারণ তার সমস্ত শরীর ঠান্ডা ও শক্ত হয়ে গিয়েছিল।
পরে সিংড়া থানার এসআই জাহাঙ্গীর আলম মেডিকেল থেকে লাশ থানায় নিয়ে আসে, তার কাছে দুর্ঘটনা বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, কোন গাড়ি ধাক্কা দিয়েছে তা সনাক্ত করা সম্ভব হয়নি কারণ ঘটনা কারো চোখে পড়েনি। অবশেষে মরহুমের পিতা আব্দুল লতিফ সহ আত্মীয় স্বজনরা থানায় আসলে আলোচনা সাপেক্ষে তাদের কাছে লাশটি হস্তান্তর করেন।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST
https://www.banglaconverter.co/