বছর ঘুরে ২৬শে মার্চ
মহান
স্বাধীনতা দিবস এলে,
শহিদ মিনারটি ভরে উঠে
ফুলে আর ফুলে ।
স্বাধীনতার যুদ্ধ আমি
দেখিনি দু চোখে,
শুনেছি গল্প স্বাধীনতার
আমার বাবার মুখে ।
বলেছে বাবা শুনরে খোকা
স্বাধীনতার কাহিনী,
বলতে গিয়ে গল্প বাবার
ঝরলো চোখের পানি ।
সারাদেশে যুদ্ধু হলো
টানা নয় মাস,
প্রতি দিন দেখা যেত
কত তাজা লাশ ।
৩০ লক্ষ প্রান কাড়িয়া
নিলো পাক-বাহিনী,
২৫০ লক্ষ মা- বোনের
করলো মান-হানী ।
স্বাধীনতার জন্য যারা
দিলো সেদিন প্রাণ,
তাদের স্বরনে লেখি
গল্প-কবিতা-গান ।
স্বাধীনতার গল্প নয়তো অল্প
হবে নাতো বলে শেষ,
অনেক ত্যাগে বিনিময় পেলাম
স্বাধীন বাংলাদেশ ।