ঘুষখোর সেলিম আহমদ কাওছার
দৈনিক চলনবিলের কথা
-
আপডেটের সময়:
বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
-
৯৭
সময় দেখুন,

আজ কাল সমাজে
ঘুষখোরে ভরপুর
সব কাজে দৌড়ঝাঁপ
এগিয়ে বহু দূর।
যে কারোর বিপদে
সুযোগটা নেয় সে
খাতা এবং কলমে
হিসেবটা লয় কষে।
নিরুপায় হয়ে তাই
ঘুষ দিতে বাধ্য
ঘুষ দিলে হয়ে যায়
সব কাজ সাধ্য।
যতো হোক টালবাহানা
ঘুষ দেওয়া যাবে না
এই বলে নিলে পণ
ঘুষখোর পাবে না।
ঘুষের টাকায় জায়গা জমি
সম্পদের পাহাড় গড়ে
আজকে দেখি অনেকই
সুখের গাড়ি যায় চড়ে।
ঘুষ লেনদেন অসৎ কাজে
আছো যারা যুক্ত
ছেড়ে দাও সেই খারাপ পথ
হও পাপ মুক্ত।
সোশ্যাল মিডিয়া শেয়ার করুন
এই বিভাগের আরও খবর..