সিরাজগঞ্জের তাড়াশে চলনবিল উন্নয়ন ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইফতার মাহফিল, মুক্তিযোদ্ধাদের সম্মাননা পদক প্রদান ও স্বাধীনতার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ সোমবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে
ওই সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ এম, এ, সাত্তার বিলচলনীর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা ডাঃ এম, এ, মজিদ,
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, এস এম আব্দুর রাজ্জাক, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ সাব্বির আহমেদ, পরিবর্তন এনজিওর নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক রাজুসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে প্রবীন মুক্তিযোদ্ধা হিসেবে গাজী আব্দুর রহমান ও এস এম আব্দুর রাজ্জাককে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।