পাবনা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
পাবনা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত - www.dainikchalonbilerkotha.com
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

পাবনা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেটের সময়: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১১৪ সময় দেখুন,
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:


পাবনা মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে ৷ গত সোমবার (২৫ ডিসেম্বর) স্থানীয় রানা ইকো পার্কে দিন ব্যাপি এ বনভোজন অনুষ্ঠিত হয়।এতে পাবনা মেডিকেল কলেজ এবং জেনারেল হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাবনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, অধ্যাপক ডা: রিয়াজুল হক রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা: আহমেদ তাউস,স্বাচিপের পাবনা জেলা শাখার সভাপতি ডা: মো: গোলজার হোসেন,বিএমএ সাধারণ সম্পাদক ডা: আকসাদ আল মাসুর আনন, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউ এইচ এফ পি ও ডা: জান্নাতুল ফেরদৌস বৈশাখী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক এবং জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা: জাহেদি হাসান রুমি। অনুষ্ঠানটি পরিচলনা করেন ডা: মো: জাকারিয়া খান মানিক।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রিয়ানা, ফারিশা, ডা: দোলা,ডা: মাসুদ ডা: নীলা,ডা: ছারোয়ার ডা: মুস্তাফিজ, ডা: মানিক এবং ডা: ফয়সাল জিন্নাত।শেষে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।এতে ২১ টি পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার ৪৩ ইঞ্চি টেলিভিশন জিতেন ডা: মেহেদি এবং ডা: নাজিয়া পরিবার। অনুষ্ঠানের
উদ্যোক্তা হাসপাতালের সহকারী পরিচালক ডা: মো রফিকুল হাসান রিমন সরকারি প্রশিক্ষণে দেশের বাইরে থাকায় তিনি অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারেনি।

অনুষ্ঠানের সমন্বয়ক ডা: সাবেরা সুলতানা বিশ্বাস আসমানি বলেন,’শত ব্যস্ততা এবং সেবার দায়বদ্ধতার মাঝে পরিবার নিয়ে একটু বিনোদনের কথা চিন্তা করেই এই আয়োজন।এই দিনটা আমরা শুধুই নিজেদের নিয়ে ভেবেছি। অনেক আনন্দ করেছি।’

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST