প্রস্তাবিত"নব উন্নয়ন কৃষক সমবায় সমিতি লিঃ" এর মাধ্যমে দুঃস্থ ও অসহায় মানুষ সাবলম্বী। - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
প্রস্তাবিত"নব উন্নয়ন কৃষক সমবায় সমিতি লিঃ" এর মাধ্যমে দুঃস্থ ও অসহায় মানুষ সাবলম্বী। - www.dainikchalonbilerkotha.com
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

প্রস্তাবিত”নব উন্নয়ন কৃষক সমবায় সমিতি লিঃ” এর মাধ্যমে দুঃস্থ ও অসহায় মানুষ সাবলম্বী।

দৈনিক চলনবিলের কথা
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৮২ সময় দেখুন,
শেয়ার করুন

পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গ্রামের কৃষক ও ব্যাবসায়ীদের সমন্বয়ে গড়ে উঠে “নব উন্নয়ন কৃষক সমবায় সমিতি লিঃ” নামে একটি সামাজিক সেচ্ছা সেবা সংগঠন ।

সংগঠনটি সঞ্চয় ও শেয়ার এর মাধ্যমে মূলধন অর্জন করে দারিদ্র্য কৃষক দের ব্যাবসার মূলধন ও অটো ভ্যান কিনে দেওয়ার মাধ্যমে বেকারত্বের অবসান ঘটিয়ে চলছে।
সেই উপলক্ষে সরজমিনে খোঁজ খবর নিয়ে একজন সদস্যের (মনির হোসেন) সাথে কথা বলে দেখা যায়,
তিনি ঢাকা কাপুড়ের ব্যাবসায় নিয়োজিত ছিলেন কিন্তু অগ্নিকাণ্ডে তার দোকান পুড়ে যাওয়ায় সর্বস্ব হারিয়ে চরভাঙ্গুড়া গ্রামে বাসা ভাড়া করে থাকতেন কিন্তু ঘরে বউ নেই এবং ভাড়াটিয়া হওয়ায় তাকে অন্য কোন এন জিও বা সংস্থা ঋণ প্রদান করে না।তখন এই সমিতির সদস্য হিসেবে ভর্তি হয়ে সে একটা অটো ভ্যান কিনে এবং সেটা চালিয়ে তার অটো ভ্যানের ঋণ পরিশোধ করে।এখন তার অটো চালিয়ে বিয়ে করে সংসারের খরচ বহন করছে।
ভাঙ্গুড়া ইউনিয়নের ভাঙ্গুড়া খাঁ পাড়া আরেক সদস্যের (রজব আলী)সাথে কথা বলে জানা যায়, এক সময় সে বেকার অবস্থায় বা ঢাকা মাটি কেটে দিন যাবন করতো পরে সে এই সমিতির সাথে যুক্ত হয়ে মুদি দোকানের জন্য পুঁজি নিয়ে ব্যাবসা আরাম্ভ করেন বর্তমানে দোকানের মুনাফা দিয়ে তার ঋণের টাকা পরিশোধ হয়ে গেছে এখন সে আরামের সাথে তার সংসার পরিচালনা করেছেন।
এ বিষয়ে সমতির ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম এর সাথে কথা বলে জানা যায় যে, তারা ছোট্ট পরিসরে কয়েক জন একত্রিত হয়ে এই সমিতি গঠন করেন এবং উপজেলা প্রশাসনের কাছে নিবন্ধন এর জন্য আবেদন করেন তাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় সমিতি নিবন্ধনের সকল ধাপ শেষ করেন ।
এখন তারা এবং তাদের উদ্দেশ্য সমাজের অবহেলিত জনগোষ্ঠীর ক্ষমতায়ন করা বেকারত্বের অবসান ঘটিয়ে একটি সুন্দর সমাজ উপহার দেওয়া সেই জন্য সরকারি ভাবে কোন সহযোগিতা বা পি কে এস এফ এর মতো সমবায় ব্যাংক গুলো সহজ শর্তে এগিয়ে এলে এই ধারা অব্যাহত রাখা তাদের জন্য সহজ থেকে সহজতর হবে।

এ বিষয়ে সমিতির সভাপতি সাহেব বলেন “সরকার সব সময় নিজেদের উদ্যেগ নেওয়ার কথা বলেন সেই কথাটি আমার মনে গেঁথে যায় তখন সবাইকে নিয়ে এই উদ্যোগ গ্রহণ করি এখন যদি সহজ শর্তে কোন ব্যাংক বা সরকার এগিয়ে আসে তাহলে আমরা সুন্দর একটা সমাজ উপহার দিতে পারব।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST