মিছে মায়া মোঃ এমরান আলী রানা
দৈনিক চলনবিলের কথা
-
আপডেটের সময়:
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
-
১০৫
সময় দেখুন,

যেতে হবে চলিয়া
কখন যে সময় হবে
সবার তা তো জানা নাই ।
তবুও চেয়ে আছি
নীল আকাশ প্রানে
প্রকৃতির অপরুপ
লিলা ভূমিতে
মনের ভাবনায় থাকে
বিশাল আয়োজন।
মিথ্যা মায়ার জালে
ভুলে আছি মোরা
যেতে হবে আপন ঠিকানায়
সকল মায়া ত্যাগ করে।
সেখানে খোজ রাখার
নেইতো কোন মাধ্যম
তুবু কেন এত মিছে মায়া।
সোশ্যাল মিডিয়া শেয়ার করুন
এই বিভাগের আরও খবর..