পবিত্র আশুরা উপলক্ষে হিলফুল ফুজুল বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (গতকাল) বিকেলে সিংড়া পৌর শহরের সরকারপাড়ায় অবস্থিত আল জামিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিলফুল ফুজুল বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির সভাপতি ও সিংড়া প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মোল্লা মো. এমরান আলী রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান সাদী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামের সিংড়া পৌর শাখার আমীর মাওলানা সাদরুল উলা, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা খলিলুর রহমান, মাওলানা মাজহারুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সিংড়া শাখার সাধারণ সম্পাদক মুফতি রুহুল আমিন।হেফাজত ইসলামের সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসউদ
হিলফুল ফুজুল বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি , মাওলানা আবু জর আল জামালী, মুফতি তানযিলুর রহমান, হাফেজ নাসিম
এছাড়াও উপস্থিত ছিলেন—
হিলফুল ফুজুল বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির -সাংগঠনিক সম্পাদক হাফেজ মিজানুর রহমান, অর্থ সম্পাদক হাফেজ মুফতি আব্দুল্লাহ আল ইমরান, সমাজকল্যাণ সম্পাদক বাবুল হাসান বকুল, প্রচার সম্পাদক মাওলানা জুলকারনাইন, শিক্ষা সম্পাদক রবিউল করিম খোকন, মিডিয়া সম্পাদক আবু জাফর সিদ্দিকী, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক কাবিল উদ্দিন কাফি, পৌর শাখার সভাপতি হাফেজ ওমর ফারুক, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম আলী, ডিজিটাল বিষয়ক সম্পাদক তানজিল হোসেন, পাঠাগার সম্পাদক আব্দুল্লাহ আল রুহান, হাফেজ সালাহউদ্দিন সবুজ, মাওলানা হেলাল উদ্দিন, হাজী নাজিম উদ্দিন, মাওলানা আলমগীর, হাজী হুজাইফা তানসেন, কারী মজনু, মাওলানা বাইজিদ হোসেন ও মাওলানা রাফিউল হক প্রমুখ।
বক্তারা তাঁদের আলোচনায় বলেন, “কারবালার শোকাবহ ঘটনা মুসলিম জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। সত্য ও ন্যায়ের পথে চলতে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আশুরার শিক্ষা অনুসরণ করা আমাদের সকলের দায়িত্ব।”
তাঁরা আরও বলেন, “আশুরা কেবল শোকের দিন নয়, এটি ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার চূড়ান্ত বিজয়ের প্রতীক।”
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি, ধর্মীয় নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের অংশগ্রহণে ইফতার পরিবেশন করা হয়।
এই বিভাগের আরও খবর..