সিংড়া প্রেসক্লাবের উদ্যোগে সাহিত্য আসর অনুষ্ঠিত - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
সিংড়া প্রেসক্লাবের উদ্যোগে সাহিত্য আসর অনুষ্ঠিত - www.dainikchalonbilerkotha.com
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

সিংড়া প্রেসক্লাবের উদ্যোগে সাহিত্য আসর অনুষ্ঠিত

দৈনিক চলনবিলের কথা
  • আপডেটের সময়: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১০৩ সময় দেখুন,
শেয়ার করুন

সিংড়া প্রেসক্লাবের উদ্যোগে সাহিত্য আসর অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধিঃ


 নাটোরের সিংড়া প্রেসক্লাবের উদ্যোগে মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
 শনিবার (৫ আগষ্ট) বেলা ১১ টায় সিংড়া প্রেসক্লাব  কমপ্লেক্স ভবনে এ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
   সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানার সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৌরভ সোহরাবের সঞ্চালনায় সাহিত্য আসরে প্রায় অর্ধ শতাধিক  নবীণ প্রবীণ  কবি ও সাহিত্যিক অংশ নেন।
   আসরে স্বরচিত কবিতা পাঠ করেন কবি মাহাবুব এ মান্নান, কবি আজাহার আলী, আমজাদ হোসেন, আবুল হোসেন,  সরদার মোহাম্মদ আলী, আলতাফ হোসেন, এনামুল হক মিন্নতি, রিক্তা বানু, শাকিল বাদশা, প্রত্যয় সাহা, সামাউল ইসলাম, কবির হোসেন,  প্রমূখ।
কবিতা পাঠ শেষে সমাপনি  বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা বলেন, প্রযুক্তির এই যুগে সাহিত্য চর্চা থেকে মানুষ অনেকটাই দুরে সরে গেছেন।  প্রতি মাসে একবার করে এই সাহিত্য আসরের আয়োজন অব্যাহত থাকবে। আমরা চাই নতুন প্রজন্মের ছেলে মেয়েরা যেন প্রযুক্তির অপব্যবহারে ধবংস না হয় সেই লক্ষ্যেই তাদেরকে বেশি করে সাহিত্য চর্চার উদ্বুদ্ধ করতে হবে।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST