সিংড়ায় রিক্সা ভাড়া না দিয়ে চালকের শ্যালকে পিটিয়ে আহত" - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
সিংড়ায় রিক্সা ভাড়া না দিয়ে চালকের শ্যালকে পিটিয়ে আহত" - www.dainikchalonbilerkotha.com
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

সিংড়ায় রিক্সা ভাড়া না দিয়ে চালকের শ্যালকে পিটিয়ে আহত”

প্রতিবেদকের নাম:
  • আপডেটের সময়: শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৬৬ সময় দেখুন,
শেয়ার করুন

সিংড়া উপজেলা প্রতিনিধিঃ আলিফ বিন রেজা নাটোরের সিংড়ায় পৌর-কমিউনি সেন্টারের সামনে ভাড়া চাওয়াকে কেন্দ্র করে অসহায় রিক্সা চালক ইয়াছিন আলীর শ্যালক জীবন হোসেনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাং বরাত হোসেনের বিরুদ্ধে। আহত জীবন (৬৫) উপজেলার সরকার মহল্লার বাসিন্দা। শুক্রবার সকাল ৯ঃ৩০ ঘটিকার সময় সিংড়া মৎস্য আড়ৎ সংলগ্ন এই ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন, একই এলাকার বাবু প্রাং এর ছেলে বরাত আলী(২০),আমিন সওদাগরের ছেলে লাবু প্রাং (৩০) সহ বাবু প্রাং,আকাশ হোসেন,রিদয় প্রাং,স্বাধীন প্রাং তাদের সকলেই সরকার পাড়া মহল্লার বাসিন্দা। আহত জীবন হোসেনের স্ত্রী জনান তার ভাই ইয়াছিন আলী উপজেলার বিভিন্ন স্থানে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।প্রতিদিনের ন্যায় সেদিনও রিক্সা নিয়ে বের হয়ে যাত্রী নিয়ে গন্তব্যে নামিয়ে দিয়ে তার পাপ্য ভাড়া ১০ টাকা চাহিবা মাত্র তারা রিক্সার চাকার হাওয়া বের করে দিয়ে গায়ের জোর দেখিয়ে বলে টাকা দিবোনা। অভিযুক্ত ইয়াছিন দিশাহারা হয়ে তার শ্যালক জীবন কে ডেকে আনলে তারা দুজনকেই দফায় দফায় মারধর করা হয়। জীবনের স্ত্রী স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, ঘটনার পরে লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST