স্কয়ার কিন্ডার গার্টেন স্কুল ও কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান - www.dainikchalonbilerkotha.com
  1. Chalonbilerkotha@gmail.com : Ckotha247 :
স্কয়ার কিন্ডার গার্টেন স্কুল ও কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান - www.dainikchalonbilerkotha.com
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

স্কয়ার কিন্ডার গার্টেন স্কুল ও কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

রাতুল ইসলাম সুমন
  • আপডেটের সময়: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২২ সময় দেখুন,
শেয়ার করুন
উৎসব মুখোর পরিবেশে পাবনায় অনুষ্ঠিত হল স্কয়ার কিন্ডার গার্টেন স্কুল ও কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে স্কুল ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতেই  ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাংগুয়েজ, ইমপাওয়ারমেন্ট ও লিডারশিপ  অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী সায়মা খন্দকার, এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে মেধা তালিকায় দশম ও বিশতম স্থান অধিকারী তাহিয়াত তাবাসসুম ও ও নুরুল মাহিরসহ বাংলাদেশ স্কউট ও বাংলাদেশ গনিত অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে কৃত্তিত্ব পূর্ন অবদান রাখা শিক্ষার্থীদের  সংবর্ধিত করা হয়।
পরে  স্কুলের প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থীর নাচ, গান নাটিকাসহ নানা আয়োজন মুগ্ধ করে দর্শকদের।
স্কুলের অধ্যক্ষ খতিব শাহনাজ সুলতানার সার্বিক তত্বাবধায়নে আয়োজিত এ আনুষ্ঠানটি আরো উপভোগ করেন,  পুলিশ সুপার মোরতোজা আলী খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা,   স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক আব্দুল খালেক,  জেনারেল ম্যানেজার আবু তাহের, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের হেড অব কারখানা আবু মুসা মো: মনিরুল হাসান , স্কয়ার ফার্মার ভারপ্রাপ্ত  জিএম খায়রুল হাসান, বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারন সম্পাদক ড. মো: হাবিবুল্লাহ, কোষাধক্ষ্য মোসাদ্দেক আলী খসরুসহ বিশিষ্ট জনেরা। ।
পরে স্কুলের মেধাবী ও শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

এই বিভাগের আরও খবর..
  • © All rights reserved ©দৈনিক চলনবিলের কথা dainikchalonbilerkotha
Theme Customized BY BD IT HOST