ফাঁসির মঞ্চে
মোঃ নুরুজ্জামান সবুজমৃত্যু ক্ষুধার পেয়ালা চুমি
তুচ্ছ করে জীবন প্রাণ
বুলেট বারুদে করিনা ভয়
নির্মানে নব জিন্দেগান।আকাশে উরে হিংস্র শকুন
গগণ তলে জ্বলে আগুন
যৌবনে যার যুদ্ধের রারতা
কি হবে তার খুঁজে ফাগুন।ক্ষনিক আয়ু বৈতাল বায়ু
যায়না দেখা দূরের পথ
জীবন জুড়ে দেখেছি শুধু
দোটানা টানে, টানে দ্বৈরথ।ফাঁসির মঞ্চে পূর্নিমার চাঁদ
আরশি নগরে অমাবস্যা
বৃথাই কাঁদে বুভুক্ষু যৌবন,
বৃথাই কাঁদে সোহাগ রাত!